নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় অবস্থিত বাংলাদেশ হোসিয়ারী সমিতির ভবন নিয়ে জটিলতা বাড়ছে। সমিতির নেতাদের অভিযোগ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু দীর্ঘদিন যাবৎ এই ভবনটি দখল করে রেখেছেন এবং এটিকে তার টর্চারশেল হিসেবে ব্যবহার করছেন। কিন্তু কোনোভাবেই তার কালো হাত থেকে এটি উদ্ধার করা যাচ্ছেনা বলে অনেক আগে থেকেই বলে আসছেন সমিতির নেতারা। এটি নিয়ে যে কোনো সময় বড় ধরনের বিরোধ সৃষ্টি হতে পারে জানিয়ে বিষয়টি সমাধানের জন্য দ্রæতই প্রশাসনের সহযোগীতা চাওয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের এক শীর্ষ নেতা। তার ভাষ্য, বিরোধ এড়াতে প্রশাসনের হস্তক্ষেপই একমাত্র পথ। নয়তো ভিন্ন পথে আমাদের ভবন উদ্ধার করতে হবে। যেটি কারো জন্যই ভালো হবেনা। এদিকে টিপুর বিরুদ্ধে এ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের কাছে হোসিয়ারী এসোসিয়েশনের নেতারা দেখা করে নালিশ করেছেন বলেও একটি সূত্রে জানা গেছে।
জানা গেছে, মিশনপাড়ার হোসিয়ারী সমিতির ভবনটি একটি বাণিজ্যিক ভবন। ভবনের সামনে বিশাল খালি জায়গা এবং পুরো ভবনটি একটি কমিউনিটি সেন্টার। আবু আল ইউসুফ খান টিপু সেখানকার একটি কক্ষে বসেন। যেটি ভিন্ন একটি লোকের নামে ভাড়া নেওয়া।
সমিতির সভাপতি বদিউজ্জামান বদু বলেন, ‘‘টিপু হোসিয়ারি সমিতির মিলনায়তনরে টর্চার সেল বানাইছে ও অফিসটা দখল করেছে। ওরে এরেস্ট করা উচিৎ। অনেকের কাছে আমি এই বিষয়ে অভিযোগ দিয়েছি। আমি ওরে বের করার চেষ্টা করতাছি। আমি এতদিন বিএনপির নেতা বলে আইনগত কোন পথে হাটি নাই। কিন্তু এখন যেই অবস্থা তাতে আইনগত ব্যবস্থা নিতে হবে। আমি বিএনপির সিনিয়র নেতাদের জানিয়েছি।’’
তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন টিপু।
আপনার মতামত লিখুন :