News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদ মুফতি রহমাতুল্লাহ বোখারীর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ১০:২১ পিএম বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদ মুফতি রহমাতুল্লাহ বোখারীর

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর হেফাজত ইসলামের সহ সভাপতি মুফতি রহমাতুল্লাহ বোখারী। তিনি এই ভাড়া বৃদ্ধিকে অযোক্তিক হিসেবে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে এক বিবৃতিতে মুফতি রহমাতুল্লাহ বোখারী বলেন, যাত্রী সাধারণের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে বন্ধন ও উৎসব। কিন্তু তারা কোনো কারণ ছাড়াই এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি ছাড়াই ভাড়া বাড়িয়েছে যারা একেবারেই অযোক্তিক।

তিনি আরও বলেন, আমরা এই ভাড়া বৃদ্ধিকে প্রত্যাখান করছি। সেই সাথে এই ভাড়া বৃদ্ধির কারণে যে কোনো সময় যাত্রী সাধারণ ফুঁসে উঠতে পারে। আমাদের দাবী থাকবেই এই ভাড়া বৃদ্ধি না করে আগের জায়গাতেই যেন রাখা হয়।

প্রসঙ্গত, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাতায়াতকারী সিটি বন্ধন ও উৎসব পরিবহনের বাস ভাড়া ৫০ টাকা থেকে ৫৫ টাকা করা হয়েছে।

Islam's Group