নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদানইল ডাচবাংলা পাওয়ার প্লান্টের সামনে থেকে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ করা হয়েছে। রোববার ২৪ আগস্ট দুপুরে দুপুরে নৌ পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের প্রেরণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল মাবুদ জানান, ‘পাওয়ার প্লান্টের সামনে নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় এখনো শনাক্ত হয়নি। প্রায় গলে যাওয়ায় ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ১০ থেকে ১৫ দিন আগে।’
আপনার মতামত লিখুন :