নারায়ণগঞ্জ জেলায় পরিচ্ছন্ন ও টেকসই রাখার লক্ষ্যে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি বাস্তবায়ন করছে জেলা প্রশাসন। কর্মসূচির অংশ হিসেবে ২৫ আগস্ট সোমবার বিকেলে শহরের বিভিন্ন ওয়ার্ড ও ফতুল্লার বিভিন্ন ইউনিয়নে মোট ১০০টি ওয়েস্টবিন স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে নাগরিকেরা নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার সুবিধা পাবে।
কর্মসূচীর উদ্বোধনকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন, সদর ইউএনও তাসলিমা শিরিন, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, খাল পরিষ্কার ও বর্জ্য অপসারণ অভিযান জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পানি উন্নয়ন বোর্ড সম্প্রতি খাল পরিষ্কারের বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানের আওতায় ৭টি খালের ৫৬টি স্পটে মোট ১১.৪৫ কিলোমিটার এলাকা থেকে প্রায় ৩৫২৪ ট্রাক ময়লা-আবর্জনা অপসারণ করা হয়েছে। দীর্ঘদিন জমে থাকা আবর্জনা, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণের ফলে খালগুলোতে পানি প্রবাহ স্বাভাবিক হয়েছে।
যদিও খাল পরিষ্কার করা হয়েছে, কিন্তু নির্দিষ্ট ফেলার জায়গার অভাবে আবারও অনেক মানুষ খালে ময়লা ফেলছিল। এটি পুরো উদ্যোগকে স্থায়ীভাবে সফল হতে বাধা দিচ্ছিল। তাই জেলা প্রশাসন স্থায়ী সমাধান হিসেবে ওয়েস্টবিন স্থাপনের সিদ্ধান্ত নেয়।
২৫ আগস্ট সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নে প্রথম ওয়েস্টবিন স্থাপন করা হয়েছে। প্রাথমিকভাবে জেলা প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, ১৮টি ইউনিয়নে মোট ১০০টি ওয়েস্টবিন স্থাপন করা হবে। প্রতিটি ওয়েস্টবিন থেকে নিয়মিত ইঞ্জিনচালিত বর্জ্য ভ্যানের মাধ্যমে বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট ডাম্পিং পয়েন্টে নেওয়া হবে।
ওয়েস্টবিনের স্থাপন কার্যক্রমের সঙ্গে যুক্ত ওয়ার্ড ও ইউনিয়নভিত্তিক কমিটি নিয়মিত তদারকি চালাবে। কমিটি নিশ্চিত করবে যে, নাগরিকরা নির্ধারিত স্থানের বাইরে আর ময়লা না ফেলে। এছাড়া, পর্যাপ্ত সাইনবোর্ড এবং সচেতনতামূলক প্রচারণা চলবে, যাতে বর্জ্য ব্যবস্থাপনায় স্থায়ী শৃঙ্খলা বজায় থাকে।
ওয়েস্টবিন স্থাপনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার একটি টেকসই কাঠামো গড়ে ওঠার আশা করা হচ্ছে। নিয়মিত তদারকি এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত হলে শহরে পরিচ্ছন্নতা, আধুনিক নাগরিক জীবনযাত্রা এবং পরিবেশের উন্নতি লক্ষণীয়ভাবে বৃদ্ধি পাবে।
জেলা প্রশাসন জানিয়েছে, ধাপে ধাপে সব ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়েস্টবিন বসানো হবে। এছাড়া বর্জ্য অপসারণ ও পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করা হবে। এমন উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি সমাধান আসার প্রত্যাশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :