News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

উল্টো পথে আসা অটোরিকশায় বাসের ধাক্কা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৯:০৭ পিএম উল্টো পথে আসা অটোরিকশায় বাসের ধাক্কা

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে হয়েছে। এ দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে খোরশেদ নামক চালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৫ সকাল) মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা গেলেও ঠিকানা পাওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, মহাসড়কের মৌচাকের সামনে ঢাকামুখী লেন হয়ে দ্রুত গতিতে অন্যান্য পরিবহনের একটি বাস পারাপারের সময়ে উল্টো দিক থেকে আসা অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোটি দুমড়েমুচড়ে গিয়ে চালক গুরুতর আহত হোন। পরবর্তীতে প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক আহত অটোচালককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেল পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, উল্টো পথে আসা অটোরিকশায় ধাক্কা লেগে অটো চালক গুরুতর আহত হয়েছেন। দোষ অটোচালকের। উল্টো পথে অটো চালানো আমরা কোনোভাবেই বন্ধ করতে পারছি না। দুর্ঘটনা ঘটানো বাসটি জব্দ করা হয়েছে তবে বাস চালক পালিয়ে গেছে। 

Islam's Group