News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

আমরা নারায়ণগঞ্জবাসী আপনাকে স্মরণে রাখতে চাই


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:৫৮ পিএম আমরা নারায়ণগঞ্জবাসী আপনাকে স্মরণে রাখতে চাই

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেছেন, নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন যদি চায় সমস্ত ক্রাইম নিয়ন্ত্রণ করা সহ সবকিছু ঘুচাতে পারে। তারা যদি আন্তরিকভাবে কাজ করে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের সঙ্গে বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এদিন জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মোরশেদ সারোয়ার সোহেল বলেন, আমরা চাই আপনি নারায়ণগঞ্জে যোগদান করেছেন আপনার নামটা আমরা নারায়ণগঞ্জবাসী যেন সবসময় স্মরণ করি। আমরা নারায়ণগঞ্জবাসী যেন আপনাকে স্মরণ করে রাখতে পারি। আমরা নারায়ণগঞ্জবাসী আপনার কাছে কৃতজ্ঞ থাকবো।

Islam's Group