নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেছেন, ফোন আসলে ভয় পাবেন না, বিচলিত হবেন না। আপনাদের প্রথম কাজ হলো সাথে সাথে আমাকে জানিয়ে রাখা। আপনাদের পাশে আমরা থাকবো। অনেক সময়ে ভুয়া ফোন আসে। বলে আমি কালা জাহাঙ্গীর। আসলে এর কোন অস্তিত্ব নেই। আমাদের সমাজে অনেক কিছুই পলিটিক্যাল ছত্রছায়ায় হয়ে থাকে। এটা নাম ভাঙ্গিয়ে চলে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এদিন জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মো. জসিম উদ্দিন বলেন, দিনশেষে পলিটিক্যাল লিডারের দায় দায়িত্ব অনেক বেশি থাকে। আবার উনাদের নাম ভাঙ্গিয়ে অনেকে অনেক কিছু করে। পলিটিক্যাল লিডারসিপ যারা আছেন আপনাদের অনুরোধ করবো আপনাদের জায়গা থেকে কাজ করার জন্য। পাশাপাশি আমরা আছি। ঘটনাগুলো যেন বিস্তার না ঘটে সেজন্য আপনাদের কাজ করতে হবে।
আপনার মতামত লিখুন :