শহর ও শহরতলীতে ভয়াবহ যানজট, ফুটপাত ও সড়ক দখলে হকার ও ছিনতাই রোধে তৎপরতায় বার বার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের দোষারোপ দীর্ঘদিনের। এগুলো নিরসনে তৎপরতায় বার বার অদৃশ্য কারণে থমকে যায়। অন্যদিকে জেলা প্রশাসনে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদুস্যতা, খাল-জমি জমি দখল সহ বিভিন্ন বেড়াজালে রয়েছে। এগুলো যখন নির্মূলে জেলা প্রশাসন এগিয়ে যেতে চায়, তখনই বাধাগ্রস্ত হয়ে পড়ে কতিপয়দের কারণে। যার কারণে তিন প্রশাসন দিক সব সময় তাঁকিয়ে থাকে নারায়ণগঞ্জবাসী। পরিস্কার পরিচ্ছন্ন একটি নগরী ও জেলা উপহার পেতে এবার তিন প্রশাসনের তিন প্রধানের নজরে পড়েছে নগরবাসী। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগেই নগর ও জেলা বিভিন্ন সমস্যা সমাধানের নাসিক প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল আলম মিঞা ও পুলিশ সুপার মো. জসিমউদ্দিনের কাছে যৌথ উদ্যোগের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জবাসী।
জানা যায়, গত ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব নিয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। অন্যদিকে ৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার দায়িত্ব প্রহণ করেছেন ২৫ তম ব্যাচের মোঃ জসিমউদ্দিন। অপরদিকে প্রায় আট মাসে নারায়ণগঞ্জের দায়িত্বে রয়েছেন মানবিক ডিসি খ্যাত জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।
ইতোমধ্যে গত ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নবাগত প্রশাসক স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ’র সাথে সৌজন্যে সাক্ষাত শেষে কুশল বিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় দুই প্রশাসকের মধ্যে নাসিক ও জেলা উন্নয়ন বিভিন্ন আলাপচারিতা হয়েছে। এর পাশাপাশি নতুন পুলিশ সুপার যোগদান করার পর তিন প্রশাসনের তিন প্রধানগণ দ্রুত সময়ে নারায়ণগঞ্জবাসীর চাহিদা পূরর্ণে মাঠে নামছেন বলে জানা গেছে।
অন্যদিকে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা গত সাড়ে সাত মাসের বিভিণ্ন কার্যক্রম নিয়ে প্রশংসা করেছেন নাসিক প্রশাসক স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেছেন, এর ধারাবাহিকতা বজায় রাখা উচিত। যেকোন প্রয়োজনীয়তায় নাসিক পাশে থাকবে।
অপরদিকে ৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউজে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সাথে কুশল বিনিয় করেছেন নবনিযুক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় তাদের মধ্যে আগামীতে নারায়ণগঞ্জকে সন্ত্রাস চাঁদাবাজমুক্ত ও যানজট হকার নিয়ে সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। যার ফলে আগামীতে নারায়ণগঞ্জবাসীর স্বপ্ন বাস্তবায়নে দুই প্রশাসক ও নবাগত পুলিশ সুপারের এক কাতারে তাদের দক্ষতা দেখার অপেক্ষা রয়েছে জনগণ।
আপনার মতামত লিখুন :