News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

এমপি নয়, জণগণের সেবক হওয়া-ই মূল লক্ষ্য : ইসমাঈল সিরাজী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ১০:৫৩ পিএম এমপি নয়, জণগণের সেবক হওয়া-ই মূল লক্ষ্য : ইসমাঈল সিরাজী

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতী ইসমাঈল সিরাজী বলেন, আমরা অতীতে অনেক এমপি দেখেছি যারা ক্ষমতায় আসার আগে অনেক উন্নয়ন ও সুশাসনের গল্প শুনাতো, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে সবচেয়ে বড় দুর্নীতিবাজ, অন্যায়কারী এবং জালেম হয়ে যেতো।

তাদের মতের বাহিরে গেলেই নির্যাতন জেল জুলুম করা হতো। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ভিন্ন, সংগঠন হিসেবে কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়না। এবং মানুষকে মিথ্যে আশ্বাস ও দেয়না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু কল্যাণের রাজনীতিতে বিশ্বাসী, তাই আমার এমপি হওয়া নয়, জনগণের সেবক হওয়া-ই মূল লক্ষ্য।

১০ সেপ্টেম্বর বুধবার বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

Islam's Group