News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে : জেলা প্রশাসক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৮:৩৯ পিএম সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে : জেলা প্রশাসক

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশের উদযাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১০ সেপ্টেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। 

সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতারা পূজামন্ডপের সামনের রাস্তা নির্মাণ, সিসি ক্যামেরা স্থাপন, সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঞা বলেন, বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে আমরা শান্তিপূর্ণ সহবস্থানের মধ্যে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে দুর্গাপূজা উদযাপন করে থাকি। এই উৎসব নতুন নয় শত বছর ধরে এই উৎসব পালন করে থাকি। এই উৎসবকে ভালোভাবে ফুটিয়ে তোলা আমাদের স্বার্থকতা। নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য যেন আরও প্রস্ফুটিত হয় সে লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, উৎসব উদযাপনের শুরু থেকে শেষ সময় পর্যন্ত সফলতার সাথে এবং এই উৎসবে সকলের অংশগ্রহণ করাই হচ্ছে উৎসবের স্বার্থকতা। প্রতিটা ধাপ সতর্কতার সাথে সুন্দরভাবে করতে পারি সেজন্য সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। দায়িত্ব আমাদের সকলের। আমাদের পক্ষ থেকে যে ধরণের সহযোগিতার কথা বলা হয়েছে আমরা সেগুলো করবো। আমরা আড়তি যেন সৌন্দর্য্য দেখতে পাই। এই আড়তি সৌন্দর্য্য ধরে রাখতে হবে। 

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান এনএসআই যুগ্ম পরিচালক দাদন মুন্সি, সেনাবাহিনীর মেজর আয়াজ উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 

Islam's Group