News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগারে জেলা প্রশাসকের আর্থিক অনুদান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৯:০৬ পিএম শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগারে জেলা প্রশাসকের আর্থিক অনুদান

জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে জুলাই বিপ্লবের অন্যতম শ্রেষ্ঠ শহীদ আব্দু আবু সাঈদের স্মরণে শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার নির্মাণ করা হয়েছে। নারায়ণগঞ্জর কাঁচপুরের বিপ্লবী ছাত্র-জনতার সম্মিলিত উদ্যোগে কাঁচপুর বাসস্ট্যান্ডের পাশ্ববর্তী স্থানে এই পাঠাগার স্থাপন করা হয়েছে। 

তবে এই পাঠাগারটি অর্থের অভাবে পূর্ণতা পাচ্ছিলো না। নানা সংকট থেকে যাচ্ছিলো। এই অবস্থায় পাঠাগারের দায়িত্বশীলরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে আবেদন করেন। সেই সাথে জেলা প্রশাসকের আবেদনের সাথে সাথেই সাড়া দেন।

তারই ধারাবাহিকতকায় নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার উন্নয়ন প্রকল্পে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আর্থিক অনুদান প্রদান করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠাগারের দায়িত্বশীলদের হাতে এই অনুদান তুলে দিয়েছেন।  

Islam's Group