News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

৮০ বছরের পুরনো মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৭:১০ পিএম ৮০ বছরের পুরনো মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দর উপেজলাধীন ৮০ বছরের পুরনো ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সোমবার দুপুরে বন্দরের ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে জেলা প্রশাসক তৈরির বিষয়ে খোঁজখবর নেন এবং যেকোনো প্রতিবন্ধকতা দূরীকরণে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি পূজামন্ডপ ও মন্দিরের সার্বিক নিরাপত্তায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন  এবং একইসাথে পূজা কমিটিকে দর্শণার্থীরা যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজা  উপভোগ করতে পারে সে ব্যাপারে দিক-নির্দেশনা প্রদান করেন। সর্বোপরি তিনি মন্দিরের  পরিবেশ ও সামগ্রিক ব্যবস্থাপনার  ভূয়সী প্রশংসা করেন।

এর আগে বন্দরের কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক।

Islam's Group