News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

তিতাসের অভিযানে শিল্প প্রতিষ্ঠান আবাসিকে সংযোগ বিচ্ছিন্ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৭:৩০ পিএম তিতাসের অভিযানে শিল্প প্রতিষ্ঠান আবাসিকে সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ বিভিন্ন এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এ অভিযানে প্রায় ১৫ হাজার ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে।

সোমবার ১৫ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা গেছে।

ফতুল্লায় নূর এন্টারপ্রাইজ এবং আর আর ফ্যাশন অ্যান্ড লন্ড্রী নামক দু’টি শিল্প প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে প্রায় ৭ হাজার ২০০ ঘনফুট গ্যাস অপচয় রোধ করা সম্ভব হয়েছে।

এছাড়া, সোনারগাঁওয়ে দু’টি স্থানে অভিযান চালিয়ে একটি চুন কারখানা এবং ২০০টি আবাসিক ডাবল বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার ফলে প্রতিদিন প্রায় ৮ হাজার ২০০ ঘনফুট গ্যাস সাশ্রয় হবে।

এ অভিযানে অবৈধভাবে স্থাপিত পাইপলাইন, ভালভ, বার্নার, এবং হোজ পাইপসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।

Islam's Group