News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

সদর উপজেলা ওএমএস ডিলার নিয়োগের উন্মক্ত লটারি অনুষ্ঠিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৪:৩৫ পিএম সদর উপজেলা ওএমএস ডিলার নিয়োগের উন্মক্ত লটারি অনুষ্ঠিত

গণমাধ্যমের উপস্থিতিতে লটারীর মাধ্যমে নারায়ণগঞ্জ সদর উপজেলার আওতাধীন ৪টি বিক্রয়কেন্দ্রের জন্য ওএমএস ডিলারশীপ নিয়োগ সম্পন্ন করা হয়েছে। সোমাবার ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার পরিষদের অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ নারায়ণগঞ্জ সদর এর আয়োজনে উক্ত নিয়োগের উন্মুক্ত লটারী সম্পন্ন করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তছলিমা শিরিন এর উপস্থিতি ও নির্দেশনায় উক্ত উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি (রাজস্ব ফতুল্লা সার্কেল) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সহকারী কমিশনার ভূমি (রাজস্ব সিদ্ধিরগঞ্জ সার্কেল) দেবযানী কর, সহকারী কমিশনার ভূমি ( রাজস্ব, পূর্বাচল রূপগঞ্জ) মো. তাবছীর হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এমদাদুল ইসলাম শিকদার, খাদ্য পরিদর্শক আমিনুল ইসলাম জুয়েল।

লটারিতে বিজয়ী ডিলারগণ হলেন, বিসিক ১নং গেট বিক্রয় কেন্দ্রের জন্য ১৪নং ক্রমিকে মিনু, শিবু মার্কেট বিক্রয় কেন্দ্রের জন্য ২৮নং ক্রমিকে এ.কে.এম হারুন অর রশিদ, হাট খোলা বিক্রয় কেন্দ্রের জন্য ১২নং ক্রমিকে জামিলা আক্তার, পঞ্চবটি বিক্রয় কেন্দ্রের জন্য ৫নং ক্রমিকে শরীফ আহম্মেদ।

উল্লেখিত ৪ টি বিক্রয় কেন্দ্রের বিপরীতে আবেদন বাছাই কমিটির যাচাই-বাছাই শেষে  বিসিক ১নং গেট বিক্রয় কেন্দ্রের জন্য ৩৩জন, শিবু মার্কেট বিক্রয় কেন্দ্রের জন্য ৩০জন, হাটখোলা মোড় বিক্রয় কেন্দ্রের জন্য ২৫জন এবং পঞ্চবটি মোড় বিক্রয় কেন্দ্রের জন্য ১৭জন বৈধ আবেদনকারীর মাঝে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।

দুইজন শিশু শিক্ষার্থী হাবিবা এবং ইফা সকলের উপস্থিতিতে নিরপেক্ষ ভাবে লটারি নাম্বার তুলেন।

এর আগে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা ওএমএস খাদ্যশস্য বিক্রি ও ডিলার নির্বাচন কমিটির সভাপতি তছলিমা শিরিন সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা রাজস্ব সার্কেল কে আহবায়ক এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে সদস্য করে তিন সদস্যের যাচাই বাছাই কমিটির মাধ্যমে আবেদনকারীদের আবেদন যাচাই বাছাই শেষে ৪টি বিক্রয় কেন্দ্রের বিপরীতে মোট ১০৮ জন আবেদনকারীকে বৈধ হিসেবে মনোনীত করেন। এদের মধ্য থেকে লটারীর মাধ্যমে ৪জন বৈধ আবেদনকারী ডিলারশীপের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

লটারী চলাকালীন সময় উপজেলা নির্বার্হী কর্মকর্তা উপস্থিত সকলের কাছে বার বার কোন প্রকার অভিযোগ বা কারো কোন আপত্তি রয়েছে কিনা জানতে চাইলে, কোন আবেদনকারীই কোন অভিযোগ বা আপত্তি তুলেন নাই।

Islam's Group