উপর থেকে দেখলে মনে হবে সাদা ও কালো পাথরের সারি সারি স্তুূপ। প্রায় বড় একটি এলাকাজুড়ে এ অবস্থা। কিন্তু বাস্তবতায় ভিন্ন। এটা একটি শাখা খালা। আবজনায় সয়লাব হয়ে গেছে পুরোটা। যে যার মত আবর্জনা ফেলছে। হয়ে গেছে এক অঘোষিত ডাস্টবিন। নারায়ণগঞ্জ সদরের কাশীপুর এলাকায় অবস্থিত বুড়িগঙ্গার শাখা নদীটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে।
কাশীপুর ইউনিয়নের হাজীপাড়া, চর কাশীপুর, চর নরসিংহপুর, ভোলাইল, গেদ্দরবাজার ও শান্তিনগর এলাকায় বসবাসকারী প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ এই নদী দূষণের কারণে মারাত্মক সমস্যায় রয়েছেন। গরম মৌসুমে দুর্গন্ধ এমন পর্যায়ে পৌঁছায় যে, বাসিন্দাদের ঘরে বসেই শ্বাস নিতে কষ্ট হয়।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে নদীটি ভাগাড়ে পরিণত হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মাঝে মাঝে কাগজে-কলমে খাল উদ্ধার অভিযানের ঘোষণা এলেও বাস্তবে তা দেখা যায় না।
হাজীপাড়ার বাসিন্দা আমেনা বেগম বলেন, “সবাই ময়লা ফেলে তাই আমরাও ফেলি।আশপাশের বাড়িঘরের যতো ময়লা আছে সব এখানে ফেলা হয়। নদীটা এখন পুরোপুরি ভাগাড়ে পরিণত হয়েছে। কেউ বাধা দেয় না, আর কর্তৃপক্ষও কোনো ব্যবস্থা নেয় না।”
বাসিন্দা আশরাফুল বলেন, “একসময় এই নদীতে বিভিন্ন রকমের মাছ পাওয়া যেত। ছোটবেলায় মাছ শিকার করেই আনন্দ করতাম। এখন আর মাছ তো নেই-ই, নদীর কাছে যাওয়া যায় না দুর্গন্ধের কারণে।”
শান্তিনগরের বৃদ্ধ খলিল মিয়া বলেন, “সবাই নদীতে ময়লা ফেলছে, নদী শেষ হয়ে যাচ্ছে। আমরা নিরবে সহ্য করছি। কিন্তু কোনো কর্মকর্তা এসে দেখে না।”
আপনার মতামত লিখুন :