নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাসে ভিডিও কলে যুক্ত হয়ে শুভেচ্ছা ও অনুপ্রেরণা দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া। এ সময় কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান ও সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন।
সোমাবার ১৫ সেপ্টেম্বর সকালে শিক্ষা প্রতিষ্ঠানটিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একদাশ শ্রেণির শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণকালে উপস্থিত ছিলেন, সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আল আমিন ইসলাম প্রিন্স, সাবেক আহবায়ক শাওন ভুঁইয়া, সাবেক যুগ্ম আহবায়ক সেলিম নয়ন, সালাউদ্দিন সানি, শামীম আহমেদ, জলিল মিয়া, ছাত্রদল নেতা আলী আকসার সায়েম, জিলানী, আহাত, মুস্তাফিজুর রহমান।
আপনার মতামত লিখুন :