শীতলক্ষ্যা নদীর উপর নির্মিতব্য কদম রসুল সেতু নিয়ে সেতুর অংশীজনদের মধ্যে ভিখন্ন ভিন্ন মতামত তৈরি হচ্ছে। এই সেতুর বিদ্যমান নকশায় পশ্চিমাংশের র্যাম্প (মুখ) নারায়ণগঞ্জ কলেজের সামনে রাখায় জানজট বৃদ্ধিসহ নানা সমস্যা নিয়ে র্যাম্পের মুখ ও নকশা পরিবর্তনের দাবি উঠেছে। বিদ্যমান নকশায়ই সেতুটি নির্মাণের পক্ষে মত দিচ্ছেন কেউ কেউ। অন্যদিকে কয়েকটি রাজনৈতিক দল সেতুটি নবীগঞ্জ করার দাবি তুলেছে। এমনি বাস্তবতায় নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন কদম রসুল সেতু নিয়ে উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করেছে আগামী ২০ সেপ্টেম্বর শনিবার বিকেল চারটায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের পরীক্ষণ হলে (পাঁচ তলা)।
মতবিনিময় সভায় উপস্থিত হয়ে নিজের মতামত তুলে ধরার জন্য সকল অংশীজনদেরকে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।
আপনার মতামত লিখুন :