News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

অনলাইন জুয়ায় আসক্তি, স্ত্রীর সাথে অভিমানে আত্মহত্যা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৮:৪৩ পিএম অনলাইন জুয়ায় আসক্তি, স্ত্রীর সাথে অভিমানে আত্মহত্যা
প্রতীকী ছবি

পারিবারিক কলহের জের ধরে স্ত্রী'র সাথে অভিমান করে গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছে শরিফ হোসেন(২৫) নামের এক যুবক।

নিহত শরিফ হোসেন কুড়িগ্রাম জেলার উলিপুর থানার মাদারটারি গ্রামের আবুল হোসেনের পুত্র। নিহত শরিফ স্ত্রী মোমিনা বেগম (২২) ও দুই পুত্র আবদুল্লাহ আল-মামুন (৩) এবং দেড় বছর বয়সী  মাহমুদুল হাসান কে নিয়ে ফতুল্লা থানার  মুসলিমনগর নয়াবাজারস্থ আব্দুল খালেক মিয়ার বাসায় ভাড়ায় বসবাস করতো।

এ ঘটনায় নিহতের বড় ভাই আরিফ হোসেন মঙ্গলবার ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ্য করা হয়, নিহত শরিফ হোসেন বিসিক টিএস নিটিংয়ে অপারেটর হিসাবে কর্মরত ছিলো। সে মোবাইল ফোনে অনলাইন জুয়ায় আসক্ত ছিলো। এ নিয়ে তাদের সংসারে প্রায়ই ঝগড়াঝাটি হতো। রোববার রাতে নিজ কর্মস্থল থেকে মাসিক বেতন ১১ হাজার ৫ শত টাকা উত্তলোন করে মোবাইল ফোনে অনলাইন জুয়ায় হেরে যায়। রাত ১১ টার দিকে বাসায় ফিরলে স্ত্রী বেতনের টাকা চাইলে কোন কথা না বলে ঘুমিয়ে পরে। এ নিয়ে স্ত্রীর সাথে বাক বিতন্ডতা হয়। সোমবার সে ঘুম থেকে উঠে পান্তা ভাত খেয়ে কাজে না গিয়ে বাসায় শুয়ে থাকে। দুপুর দুইটার দিকে নিহতের স্ত্রী বাথারুমে গোসল করতে যায়। ফিরে এসে দেখতে পায় যে নিহতের দুই পুত্র খাটের উপর খেলা করছে অপর দিকে ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেচানো ঝুলছিলো শরিফের মৃত দেহ।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জের স্ত্রীর সাথে অভিমান করে শরিফ আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ বিষয়ে নিহতের বড় ভাই একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

Islam's Group