News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সাংবাদকর্মীর উপর হামলার ঘটনায় রেজা রিপনের নিন্দা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ১২:৩৪ পিএম সাংবাদকর্মীর উপর হামলার ঘটনায় রেজা রিপনের নিন্দা

নারায়ণগঞ্জে তিনজন সাহসী সংবাদকর্মীর উপর সংঘটিত বর্বর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ্ মোহাম্মদ রেজা রিপন।
এক বার্তায় তিনি বলেন, এ হামলার তীব্র ভাষায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি হামলায় অংশ নেওয়া গ্রেপ্তার হওয়া শাহাদাৎ সহ অন্যান্যদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে প্রশাসনের প্রতি জোড় দাবি রাখছি।

তিনি আরো বলেন, নিউজে দেখেছি হামলাকারী নাকি নিজেকে বিএনপি নেতা হিসেবে দাবি করেছেন। আমি বলতে চাই বিএনপি কখনোই এমনই ঘটনাকে সমর্থন করেনা। অপরাধী যতবড় পদধারী নেতাই হোক তাদের বিরুদ্ধে যেন আইনের মাধ্যমে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর বিকেলে ফতুল্লার গিরিধারা এলাকায় তিন সংবাদকর্মীকে দুই ঘন্টা আটকে মারধর করা হয়। এসময় হামলা চালিয়ে ক্যামেরা ও মুঠোফোন ভাঙচুর করা হয়।
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেনকে (৬০) কারাগারে প্রেরণ করেছে আদালত।

Islam's Group