নারায়ণগঞ্জে তিনজন সাহসী সংবাদকর্মীর উপর সংঘটিত বর্বর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।
এক বার্তায় তিনি বলেন, এ হামলার তীব্র ভাষায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি হামলায় অংশ নেওয়া গ্রেপ্তার হওয়া শাহাদাৎ সহ অন্যান্যদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে প্রশাসনের প্রতি জোড় দাবি রাখছি।
তিনি আরো বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযাগ মাধ্যম থেকে জানতে পেরেছি হামলাকারী নাকি নিজেকে বিএনপি নেতা হিসেবে দাবি করে সাংবাদিকদের মারধর করেছেন। আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন ন্যাক্কারজনক ঘটনা কখনোই সমর্থন করেনা প্রশ্রয়ও দেয়না। সাংবাদিকদের মারধরের ঘটনায় সকলের গ্রেপ্তার দাবি করছি। পাশাপাশি সত্যিকার অর্থে হামলাকারী শাহাদাৎ কৃষকদলের কোনে পদে থেকে থাকে তাহলে আমি ওই সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দদের এ ব্যাপারে সাংগঠনিক ভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।








































আপনার মতামত লিখুন :