দুইমাস আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২৯টি পদে ৮০ জন কর্মকর্তা কর্মচারী চেয়ে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে এরপরই নাসিকের কয়েকজন অস্থায়ী কর্মচারী এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন করে। এর প্রেক্ষিতে হাইকোর্ট প্রায় ৮টি পদে ১৮ জন কর্মকর্তা কর্মচারীর নিয়োগে স্টে-অর্ডার দিয়েছেন।
জানা গেছে, সিটি করপোরেশন সহকারী প্রকৌশলী পদে ১ জন, কম্পিউটার অপারেটর পদে ১ জন, সহকারী কর আদায়কারী পদে ১০ জন, রাজস্ব আদায় সহকারী পদে ২ জন, কমিউনিটি কর্মী ২ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৩ জন, মেকানিক পদে ১ জন মোট ১৮ জন কর্মকর্তা কর্মচারী চেয়ে বিজ্ঞপ্তি দেয়। এখন এসব পদের নিয়োগে হাইকোর্ট স্টে অর্ডার আছে। তবে সিটি করপোরেশন এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে দ্রুতই আদালতে এর জবাব দেবেন।
নাসিকের এক কর্মকর্তা জানান, আমরা কিছুদিন আগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলাম। তবে আমাদের এখানকার কিছু মাস্টাররোলের কর্মচারীরা এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছে। ২৯ টি পদের মধ্যে ৮ টি পদে নিয়োগের বিরুদ্ধে তারা আপত্তি করছে। তারা চাচ্ছেনা এই পদগুলোতে তাদের বাইরে কেউ নিয়োগ পাক। তবে সিটি করপোরেশন এই নিয়োগ সঠিক নিয়মেই সম্পন্ন করবে।
এ বিষয়ে কথা বলতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদের নেতা অনুপ রায়কে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।








































আপনার মতামত লিখুন :