নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দদূষণের অভিযোগে ২টি যানবাহন থেকে ১ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। একই সাথে দুইটি হর্ণ জব্দ করা হয়।
অভিযানের সহায়তায় ছিলেন নারায়ণগঞ্জ থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিউকিশন প্রদান করেন।
নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।








































আপনার মতামত লিখুন :