News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

পরিত্যক্ত ভবনে তরুণের মরদেহ, পরিবারের দাবি মুক্তিপণ চাওয়া হয়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৫:২২ পিএম পরিত্যক্ত ভবনে তরুণের মরদেহ, পরিবারের দাবি মুক্তিপণ চাওয়া হয়

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি পরিত্যক্ত ভবনে মো.তাকবির (১৮) নামের তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি অপহরণকারীর একটি চক্র তাদের কাছে মুক্তিপণ দাবি করেছিলেন।

বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় নাসিক ৪নং ওয়ার্ডের ওয়াদা কলোনি বউবাজার এলাকায় মরদেহ পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।  নিহত তাকবির ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, দুপুরে বড়বাজার এলাকার একটি ৪তলা পরিত্যক্ত ভবনের নিচ তলা নিহতের মরদেহ দেখতে পান স্থানীয়রা।

পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের পিতা নূর মোহাম্মদ বলেন, রাতে তার ছেলে বাসায় ফেরেনি। গতকাল থেকে মুঠোফোন চালু থাকলে যোগাযোগ করার চেষ্টা করা সত্বেও সে ফোন কল রিসিভ করেনি। আজ জানতে পারে লাশ পড়ে রয়েছে।

বড় ভাই হৃদয় জানান, একটি ফোন নাম্বার হতে আমার ভাইকে আটকে রেখে ৪০ হাজার টাকা দাবি করা হয়েছিল। আমরা তাদের টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছিলাম। পরে আজ দুপুরে খবর পাই আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেছেন, ধারণা করা হচ্ছি ভিকটিম গতরাতে মারা হয়েছে। তার পরিবারের দাবি তাদের কাছে ফোন কলের মাধ্যমে মুক্তিপণ দাবি করা হয়েছিল। আমরা ওই ফোন নাম্বারের মাধ্যমে তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা সম্ভব।

Islam's Group