নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, আমরা অনেক বিষয়ে একমত হতে পারিনা। আমরা চাই ঐক্য আরো বৃদ্ধি করতে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো অপশক্তি আমাদের আঘাত করতে পারবে না। কিন্তু আমরা নিজেরাই বিভাজন তৈরি করি তখন অপশক্তি সেই সুযোগ পেয়ে যায়। তবে কোনো অপশক্তিই ভালো শক্তির সঙ্গে লড়াইয়ে টিকতে পারে না। সুযোগ দেব কি দেব না, সেটি আমাদের হাতে। “এই রাষ্ট্র জনগণের। এখানে জনগণের প্রতিনিধিরা আছেন। রাজনৈতিক নেতারা যেভাবে সিদ্ধান্ত নেন, সরকারি কর্মচারী হিসেবে আমাদের দায়িত্ব সেই সিদ্ধান্ত আইনের আওতায় বাস্তবায়ন করা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জামায়াতে ইসলামী মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তরিকুল ইসলাম, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য নিরব রায়হান, জাবেদ আলমসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা।








































আপনার মতামত লিখুন :