News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

খোরশেদকে ধন্যবাদ জ্ঞাপন ডেভিড পরিবারের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৯:৩৯ পিএম খোরশেদকে ধন্যবাদ জ্ঞাপন ডেভিড পরিবারের

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক প্রয়াত মমিনউল্লাহ ডেভিডের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর তাকে স্মরণে অনুষ্ঠান ও কবর দেখাশোনা করে রাখায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন মমিনউল্লাহ ডেভিডের ভাগিনা নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা।

২৫ নভেম্বর বিকেলে শহরের হোসিয়ারী সমিতি মিলনায়তনে এক অনুষ্ঠানে রানার পাশে ছিলেন ডেভিডের বড় বোন রাজিয়া সুলতান হেলেন ওরফে দিদি, ডেভিডের ছোট ভাই মাহবুব উল্লাহ তপন ও সাহেব উল্লাহ রোমান সহ বিএনপি নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

রানা বক্তব্যে বলেন, এখানে খোরশেদ ভাই উপস্থিত আছেন তাকে আবারো ধন্যবাদ জানাবো। তিনি প্রতিবছর (ডেভিড) এর মৃত্যুবার্ষিকীতে কবরস্থান পরিস্কার করেছেন, অনুষ্ঠান করেছেন। আমাদের পরিবারের পক্ষ থেকে, মহানগর স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে, আমি বিএনপি একজন ক্ষুদ্ধ কর্মী হিসেবে ধন্যবাদ জ্ঞাপন তাকে (খোরশেদ) করছি।

Islam's Group