News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

রোদ বৃষ্টিতে যাত্রীদের সুরক্ষায় আদমজীতে যাত্রী ছাউনি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ১০:০৪ পিএম রোদ বৃষ্টিতে যাত্রীদের সুরক্ষায় আদমজীতে যাত্রী ছাউনি

রোদ-বৃষ্টি থেকে যাত্রীদের স্বস্তি দিতে সিদ্ধিরগঞ্জের আদমজীর কদমতলী পুলে যাত্রী ছাউনি তৈরি করে দিয়েছে নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি) এর সদস্যরা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে এই ছাউনি তৈরি করে দেয় তারা।

এসময় তারা বলেন, চারদিকে চাঁদাবাজি ও সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে অনেক হানাহানি হচ্ছে। গত কিছুদিন আগে একটি সরকারি জায়গা দখল করে এক নিরীহ ব্যক্তি থেকে ১৫ হাজার টাকা দোকানের অ্যাডভান্স নেয়া হয়েছিলো-খবর পেয়ে এনজিবির সদস্যরা দখলদারের বিরুদ্ধে পদক্ষেপ নেয় এবং সেই দখল করা জায়গায় জনগণের জন্য যাত্রী ছাউনি তৈরি করে দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিল সিদ্ধিরগঞ্জ থানা এনজিবির সদস্যরা।

এনজিবির আহবায়ক মো. মেহরাব হোসেন প্রভাত বলেন, এই যাত্রী ছাউনি রাস্তায় বা ফুটপাতে এলোমেলোভাবে ভিড় করা এড়িয়ে যাত্রীদের একটি নির্দিষ্ট স্থানে একত্রিত করবে, যা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে। অন্ধকারে বা নির্জন স্থানে অপেক্ষারত নারীদের জন্য এবং বাসের জন্য অপেক্ষারত শীক্ষার্থীদের জন্য এটি একটি বাড়তি সুরক্ষার স্থান হতে পারে। যা অপেক্ষার সময়কে আরও সহনীয় করে তুলবে ।বিশেষ করে বয়স্ক, শিশু এবং অসুস্থদের জন্য যাত্রী ছাউনি খুবই প্রয়োজনীয়।

এনজিবি সিদ্ধিরগঞ্জ থানা সদস্য ইমন আহমেদ বলেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ছাউনি তে বসে যাতে কেউ ধুমপান করতে না পারে, এর জন্য আশে পাশের দোকানগুলোতে যেয়ে আমরা সচেতন করে আসছি এবং সকলে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

এনজিবি ৭নং নং ওয়ার্ড এর সংগঠক মোঃ নয়ন বলেন, এই যাত্রী ছাউনি সকলের জন্য। দেশের কাজে সকলের উপস্থিতি প্রয়োজন, কেননা এই দেশ আমাদের সকলের, দায়িত্ব আমাদের সকলের।

Islam's Group