নারায়ণগঞ্জ জেলায় নবাগত জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে বই দিয়ে স্বাগত জানান এবং নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা, যানজট নিরসন ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহআলম, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের ফতুল্লা থানা সহ-সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ প্রমুখ।








































আপনার মতামত লিখুন :