News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

আর কোন স্বৈরাচার জালিম যেন জনগণের অধিকার হরণ করতে না পারে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৯:৫৬ পিএম আর কোন স্বৈরাচার জালিম যেন জনগণের অধিকার হরণ করতে না পারে

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন যে, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন একটা চ্যালেঞ্জ । এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দৃঢ়তা এবং সাহসিকতার সাথে নির্বাচনী দায়িত্বশীলদের ভূমিকা পালন করতে হবে। জাল ভোট, কেন্দ্র দখল, ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন সহ সকল নেগেটিভ বিষয়ে প্রশাসন ও দেশ প্রেমিক জনতাকে সাথে নিয়ে মোকাবেলা করার প্রস্তুতি গ্রহণ করতে হবে। 

তিনি বলেন যে, দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে যে জালিমের পতন হয়েছে, আর কোন স্বৈরাচার বা জালিম যেন জনগণের অধিকার হরণ করতে না পারে সেটাই হচ্ছে আমাদের প্রস্তুতি।

তিনি ২৫ নভেম্বর মঙলবার সন্ধায় নারায়ণগঞ্জ-৪ আসনের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচনী দায়িত্বশীলদের এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মহানগরী কর্মপরিষদের সদস্য মো. জাকির হোসেনের পরিচালনায় কর্মশালায় মহানগরী কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা করেন মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. মানোয়ার হোসেন এবং নারায়ণগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি মো. আবু সাঈদ মুন্না।

উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি এইচএম নাসির উদ্দিন, মহানগর কর্ম পরিষদের সদস্য মো. ফরিদ উদ্দিন, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট ডাক্তার হোসাইন, মাওলানা মুজিবুর রহমান শেখ, খলিলুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ
 

Islam's Group