২৭নং লক্ষ্মীনারায়ণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা দিদার খন্দকার বলেছেন, আজকের অনুষ্ঠানটি হলো পঞ্চম শ্রেণির সমাপনী। আয়োজকদের প্রচেষ্টায় আনন্দময় পরিবেশে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হচ্ছে। বিগত পাচঁ বছর তোমাদের কাছে শিক্ষক-শিক্ষিকা যে শিক্ষা দিয়েছে, সেটা মূল্যায়ন পরিক্ষা দিতে যাচ্ছো। তোমরা শিক্ষক-শিক্ষিকা যেভাবে শিক্ষা দিয়েছেন, সেটা মনে করে পরীক্ষা দিবে-ইনশাআল্লাহ তোমাদের কাঙ্খিত ফলাফল পাবে। বাবা-মা ভবিষ্যত উজ্জল নক্ষত্র তোমরা, তোমরা সু-শিক্ষিত হলে এই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচু হয়ে দাঁড়াবে।তিনি আরো বলেন, আগামী সমাপনী বার্ষিক পরীক্ষায় তোমাদের মাঝে যে তিন জন মেধাবী শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করবে তোমাদের পছন্দের যেকোনো স্কুলে ভর্তি হওয়ার সকল ফ্রি আমি গ্রহণ করব।
২৫ নভেম্বর মঙ্গলবার দেওভোগে ২৭নং লক্ষ্মীনারায়ণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্কুল কল্যাণ পার্টির সাধারণ সম্পাদক দিলিপ দাস, সহ সভাপতি প্রদীপ সাহা,সদস্য পারভেজ আলম, প্রধান শিক্ষক ও পিটিআই শিক্ষক সহ বিভিন্ন শিক্ষক বৃন্দ।








































আপনার মতামত লিখুন :