নারায়ণগঞ্জে রাতের আঁধারে অসহায়, ছিন্নমূল ও ভাসমান মানুষ সহ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে শহরের খেয়াঘাট ও চাষাড়া রেলস্টেশন এলাকায় এই কম্বল বিতরণ করেন।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডিসেম্বর মাস থেকেই শীত আসতে শুরু হয়েছে। এই অবস্থায় যারা যারা অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা প্রয়োজন। তাদের দ্বারা শীতবস্ত্র কিনে ব্যবহার সম্ভব না। আমরা শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। এরপর বিভিন্ন উপজেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গা তালিকা করে শীতবস্ত্র বিতরণ করার চেষ্টা করবো।
তিনি আরও বলেন, শীত উপলক্ষ্যে আমাদের আগাম প্রস্ততি রয়েছে। আমরা বিভিন্ন উৎস থেকে কম্বল সংগ্রহ করছি। যারা গরীব মানুষ তাদের মধ্যে এই কম্বল দেয়ার চেষ্টা করবো। পাশাপাশি যারা বিত্তশালী রয়েছেন তাদের প্রতি আহ্বান থাকবে আপনাদের পাশ্ববর্তী অসহায় ছিন্নমূল মানুষের সহযোগিতায় এগিয়ে আসার জন্য। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। চেষ্টা করবো অসহায় ছিন্নমূল ভাসমান মানুষের শীত নিবারনের জন্য।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম ও রাশেদ খান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।








































আপনার মতামত লিখুন :