নারায়ণগঞ্জ-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের তৎপরতা দারুণভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন দলের প্রার্থীরা যেমন নিজ নিজ মত করে মাঠে প্রচার-প্রচারণা চালাচ্ছেন, তেমনই ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীও টানা মাঠে সরব উপস্থিতি ধরে রেখেছেন।
প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই তিনি ওয়ার্ডভিত্তিক গণসংযোগ, মতবিনিময় সভা, উঠান বৈঠক ও সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে নির্বাচনী এলাকা জুড়ে দিনরাত ব্যস্ত সময় পার করছেন। এলাকার উন্নয়ন-অবনয়ন, জনভোগান্তি ও সামাজিক সংকট নিয়ে দীর্ঘদিন কাজ করায় সাধারণ মানুষের মাঝেও তার প্রতি ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। বিভিন্ন এলাকায় গণসংযোগ করতে গিয়ে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন।
মুফতি ইসমাঈল সিরাজী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় দেশ, ধর্ম ও জাতির কল্যাণে কাজ করে। আমাদের মূল স্লোগান ‘শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই’। স্বাধীনতার পর থেকে শুধু নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি। শাসনব্যবস্থা ও মানুষের ভাগ্যের যে পরিবর্তন প্রয়োজন— তা হয়নি। এবার আমরা সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের পথে জনগণকে সঙ্গে নিতে চাই।’
নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়ন নিয়ে নিজের অঙ্গীকারের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি নারায়ণগঞ্জের সন্তান। এমপি হই বা না হই নারায়ণগঞ্জের সংকটে আমি সবসময় পাশে ছিলাম, থাকব। রাস্তাঘাটের চলমান দুরাবস্থা দূরীকরণ, জলাবদ্ধতা সমস্যা সমাধান, গ্যাস সংকট নিরসন এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নারায়ণগঞ্জ গড়াই আমার লক্ষ্য।
হেফাজতের আন্দোলন, টিপাইমুখ বাঁধ বিরোধী লংমার্চ, ২৪-এর গণঅভ্যুত্থান- প্রতিটি আন্দোলনে পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে সহযোদ্ধাদের নিয়ে রাজপথে ছিলাম। বন্যার্তদের সাহায্য, রোহিঙ্গাদের মানবিক সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো-এসব সেবামূলক কাজে সবসময় সক্রিয় ছিলেন তিনি।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, নারায়ণগঞ্জ-৪ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর মাঠপর্যায়ের তৎপরতা ততই আলোচনায় উঠে আসছে।








































আপনার মতামত লিখুন :