বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু বলেছেন, আজকের ৫ আগষ্ট না হলে এখানে বসতে পারতাম না। আজকে হোসিয়ারি সমিতির নির্বাচন হত না। ওপেন কথা বল সাহস পেতাম না, শেখ হাসিনা আমাদের মুক্ত কথা ছিনিয়ে নিছিলো। এখানো আমরা ভোটে অধিকার ফিরে পাইনি। যেদিন ভোট দিতে পারবো সেদিন মনে করবো আমরা ভোটাধিকার ফেরত পেয়েছি। আওয়ামীলীগের আমলে অনেক দোকানপাট বন্ধ করে পালিয়ে যেতে হয়েছিলো। অনেক মায়ের সন্তানরা লাল স্বাধীনতা সংগ্রামে মারা গেছে। সেই সব শহীদদের প্রতি লাল গোলাপ শুভেচ্ছা জানায়। সামনে যদি নির্বাচন দেয়, তাহলে আমাদের প্রথম হবে যাকে খুশি তাকে ভোট দেয়া। তারেক রহমান আমাদের জন্য ৩১ দফা তুলে ধরেছেন। এখান থেকে কয়েক দফা ভুল তথ্য তুলে বদনাম করার চেষ্টা করেছে। যারা করছেন তারা ভালো করছে না। যারা অস্থিতহীন ব্যক্তি তারা তারেক রহমানকে ঘায়েল করার চেষ্টা করছে।
মঙ্গলবার ৫ আগষ্ট বেলা ১১টায় বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের ক্লাবে ৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন।
বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আবদুস সবুর খান ও সাঈদ আহম্মেদ স্বপন, পরিচালক দুল্লাল মল্লিক, মো. আব্দুল হাই, মিজানুর রহমান, মো. পারভেজ মল্লিক, হাজী মো. শাহিন হোসেন, আতাউর রহমান, মো. মাসুদুর রহমান, বৈদ্যনাথ পোদ্দার, সাইফুল ইসলাম হিরু, আবদুস সোবহান তালুকদার, নাছিম আহম্মেদ, ফতেহ মোহাম্মদ রেজা রিপন ও বিল্লাল হোসেন।
বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের পরিচালক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, জুলাই বিপ্লব একটি বহুত জাতি কথা। দীর্ঘ দিনের ক্ষোভ ছিলো ছাত্র-জনতা দেশের মানুষের ৫ আগষ্ট বিস্ফোরণ ঘটে। কোটা আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা চাকরী দাবিতে মাঠে নেমেছিলো। একটি রাজনৈতিক দলের সুবিধা নিয়ে এক শ্রেণী চাকুরী সেবায় কুক্ষিগত করে রেখেছিলো। আমার সামনেই স্বজন মারা গেছিলো, শিশু রিয়া গোপ গুলিতে মারা গেছে। তাদের সহ অনেকে রক্তের বিনিময় নতুন স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ। তাই নতুন দেশে সন্ত্রাস চাঁদাবাজী মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলব। কোন নৈরাজ্যে করতে দেয়া হবে না বাংলাদেশ। সেই কারণে আমাদের সকলকে একত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আপনার মতামত লিখুন :