News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সাংবাদকর্মীর উপর হামলার ঘটনায় ইসলামী আন্দোলনের নিন্দা ও প্রতিবাদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ১২:২৬ পিএম সাংবাদকর্মীর উপর হামলার ঘটনায় ইসলামী আন্দোলনের নিন্দা ও প্রতিবাদ

নারায়ণগঞ্জে তিনজন সাহসী সংবাদকর্মীর উপর সংঘটিত বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার পক্ষ থেকে সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারী সুলতান মাহমুদ।

এক বার্তায় তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় গণমাধ্যম কর্মীদের উপর এমন হামলা সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার প্রয়াস। একটি রাজনৈতিক দলের নেতা পরিচয়ে প্রকাশ্যে এমন সন্ত্রাসী কর্মকান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ হতবাক। সাংবাদিকদের উপর হামলাকারী ওই ব্যক্তিকে আটকের পর পুলিশ তাকে লকাপে না ঢুকিয়ে চেয়ারে বসিয়ে রাখার দৃশ্যও প্রকাশিত হয়েছে। ওই ছবি থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে দেশের সর্বস্তরে একটি দলের কতটা প্রভাব চলছে। যে দলের নেতা পরিচয়ে সাংবাদিকদের উপর আক্রমন করা হয়েছে সেই দলটি থেকেও এখন পর্যন্ত কোন কার্যকারী পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর পক্ষ থেকে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

Islam's Group