নারায়ণগঞ্জের ফতুল্লায় পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
৫ নভেম্বর বুধবার এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন ও সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ এবং জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এই হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতা-ই-রাব্বির বাবা শাহাদাত হোসেনের নেতৃত্বে জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আকাশ, নিউজ নারায়ণগঞ্জ’র ক্যামেরাপারসন আব্দুল্লাহ আল মামুন ও প্রতিবেদক আয়াজ রেজা আরজু-এর ওপর হামলা ও মারধরের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়। এই ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করার অপচেষ্টা এবং দেশের আইনশৃঙ্খলা পরিবেশের পরিপন্থী।”
“দেশের আপামর ছাত্র-জনতা ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়েছে, তার প্রধান লক্ষ্য ছিল মানুষের বাক-স্বাধীনতা নিশ্চিত করা। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, আজকেও আমরা দেখছি কিছু লোক নিজেদের দলীয় দাপটে নতুনভাবে স্বৈরাচারী সেই পুরোনো কায়দায় গণমাধ্যমসহ মানুষের কণ্ঠরোধ করতে মরিয়া হয়ে উঠেছে।”
“সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতার বাবা শাহাদাত হোসেন কর্তৃক হামলা প্রমাণ করে যে, ক্ষমতার অপব্যবহারকারীরা জনগণের অধিকারকে আজও তোয়াক্কা করছে না।”
নেতৃবৃন্দ হুশিয়ার করে বলেন, যারা এখনও পুরনো স্বৈরাচারী কায়দায় সাংবাদিকদের ওপর চড়াও হচ্ছে, তারা যেন মনে রাখে জনতার চোখ তাদের প্রতিটি অপকর্ম দেখছে, এবং তাদের পরিণতিও হবে ভয়াবহ।
নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি অবিলম্বে হামলাকারী শাহাদাত হোসেনসহ হামলায় জড়িত সকলকে গ্রেফতার করে কঠোরতম শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ মুক্ত সাংবাদিকতা ও বাকস্বাধীনতার ওপর আঘাত হানার সাহস না পায়।
বিবৃতিতে নেতৃবৃন্দ- আহত সাংবাদিকদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাঁদের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান।








































আপনার মতামত লিখুন :