শুক্রবার তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫২ মাস। শেখ হাসিনার নির্দেশে তার সরকার দীর্ঘ সাড়ে এগার বছর এ বিচারটি বন্ধ করে রাখেছিল। বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার বিচার প্রক্রিয়া আবার শুরু করেছে।
সম্প্রতি তদন্তকারী সংস্থা র্যাব জানিয়েছে, তদন্ত শেষ পর্যায়ে অচিরেই আদালতে অভিযোগপত্র জমা দেয়া হবে। আমরা এ হত্যাকান্ডের সাথে জড়িত সকলকেই আইনের আওতায় এনে বিচারকার্য দ্রুত শেষ করার দাবি জানাচ্ছি।
ত্বকী সহ সকল হত্যাকান্ডের দ্রুত বিচার ও বৈষম্য মূলক বিচার ব্যবস্থার অবসানের দাবিতে আগামী ৮ নভেম্বর শনিবার সন্ধ্যা ছয়টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আলোক প্রজ্বালন কর্মসুচি অনুষ্ঠিত হবে।








































আপনার মতামত লিখুন :