News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সাংবাদিকদের ওপর হামলায় ছাত্র ফেডারেশনের নিন্দা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৯:৫৮ পিএম সাংবাদিকদের ওপর হামলায় ছাত্র ফেডারেশনের নিন্দা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর তথাকথিত এক বিএনপি নেতার নেতৃত্বে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা। সংগঠনটি অবিলম্বে হামলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বুধবার বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

৬ নভেম্বর(বৃহস্পতিবার) যৌথ বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক সৌরভ সেন বলেন, ুজনগণের তথ্য জানার অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি কেবল স্বাধীন সাংবাদিকতার ওপর নয়, গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক নিরাপত্তার উপরও সরাসরি আঘাত।”

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ুসাংবাদিকরা যখন একটি জমি দখলের অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়েছিলেন, তখন তাদের উপর সংগঠিত হামলা কেবল ন্যায়বিচারের পথে প্রতিবন্ধকতা নয়, সমাজে সন্ত্রাস ও নৈরাজ্যের গভীর শেকড়েরও প্রকাশ ঘটায়। আমরা এই জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং হামলার সঙ্গে জড়িত সকলকে অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।”

ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ আহত সাংবাদিকদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
 

Islam's Group