News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় সামসুজ্জামান খোকার নিন্দা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ১১:০১ পিএম সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় সামসুজ্জামান খোকার নিন্দা

ফতুল্লায় পেশাগত দায়িত্ব পালন কালে তিন সাংবাদিকের উপর হামলায় ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সামসুজ্জামান খোকা। সেই সাথে হামলার সাথে জড়িত গ্রেপ্তারকৃত শাহাদাৎ সহ সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রোববার (৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এই নিন্দা প্রতিবাদ ও শাস্তির দাবী জানিয়েছেন। অ্যাডভোকেট সামসুজ্জামান খোকা বলেন, বিএনপি কখনও গণমাধ্যমের স্বাধীনতায় বাধা দেয় না। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করে যাবে। বিএনপি শাহাদাতের এই অপকর্মের ভার নিবে না। শাহাদাত সহ তার অনুসারীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবী করছি।

তিনি আরও বলেন, যারাই বিএনপির নাম ভাঙ্গিয়ে অপকর্ম করেছেন দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে। তেমনিভাবে বিএনপির প্রতি আহ্বান থাকবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য। এদের দ্বারা দলের কখনও সুনাম বয়ে আনবে না। তাদের দ্বারা দলের কোনো উপকার হবে না।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর বিকেলে ফতুল্লার গিরিধারা এলাকায় তিন সংবাদকর্মীকে দুই ঘন্টা আটকে মারধর করা হয়। এসময় হামলা চালিয়ে ক্যামেরা ও মুঠোফোন ভাঙচুর করা হয়। হামলায় আহতরা হলেন অনলাইন পোর্টাল জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি মো. আকাশ, নিউজ নারায়ণগঞ্জ নামের স্থানীয় এক গণমাধ্যমের ক্যামেরাম্যান আব্দুল্লাহ মামুন ও আয়াজ হোসেন।

Islam's Group