News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

ফতুল্লায় যাত্রীবাহী বাসে ডিবি পরিচয়ে ডাকাতি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৪:৩১ পিএম ফতুল্লায় যাত্রীবাহী বাসে ডিবি পরিচয়ে ডাকাতি

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কুষ্টিয়া থেকে আসা যাত্রীবাহী বাসে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির  ঘটনা ঘটে। ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে অন্তত ১৫ জন যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয়।

বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টায় ফতুল্লার মাহমুদপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এঘটনা ঘটে।

যাত্রীরা জানান, জিএস পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৬৮৯৫) কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে গত রাতে ছেড়ে আসে। ভোর সাড়ে ৫টায় ফতুল্লার সাইনবোর্ড এলাকায় পৌছায়। এসময় চালক যাত্রী নামানোর জন্য সাইনবোর্ড মোড়ে গাড়ী না রেখে কিছুটা দুরে মাহমুদপুর এলাকায় জেলা আঞ্চলিক পাসপোর্টের কাছে থামান। সেখানে কয়েকজন যাত্রী নামার সময় একদল যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ীতে উঠে বলেন যাত্রীদের কাছে মাদক আছে তল্লাশী করা হবে। তখন চালক ধীরে ধীরে গাড়ি চালাচ্ছেন। এরমধ্যে ডিবি পুলিশ পরিচয় দেয়া যুবকেরা অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ীর যাত্রী আফরোজা আক্তার ও তার বোন মুন্নি আক্তারের পরিহিত হাতের রুলি, গলার চেইন, কানের ঝুমকা সহ নগদ টাকা, যাত্রী রুবেল হোসেনের কাছ থেকে নগদ টাকা সহ অন্যান্য যাত্রীর কাছ থেকে টাকা পয়সা লুটে নেয়। এরপর ডাকাত দল জালকুড়ি এলাকায় নেমে গাড়ি ছেড়ে দেয়। ডাকাত দল যাওয়ারপর যাত্রীরা ডাক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে থানায় খবর দেয়। 
যাত্রীরা আরো জানান, বাস চালক ও হেলপাড়দের আচরন সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, বাস চালক আরিফুল ইসলাম (৫০) দুই হেলপার আবু সাইদ (৩৫) ও শাওনকে (১৫) আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি তদন্ত করে যদি চালক হেলপারেরর সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তাদের গ্রেফতার করা হবে।

Islam's Group