News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে পুষ্টি বিষয়ক অবহিতকরণ সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৫:১০ পিএম সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে পুষ্টি বিষয়ক অবহিতকরণ সভা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুষ্টি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সকালে ১১ টায় উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের কনসালটেন্ট ডাইটেশিয়ান ও পুষ্টিবিদ মাহমুদা নাজনীন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তৌফিকুর রহমান, সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর অঞ্চল)ফাইরুজ তাসনীম।

এসময় আরো উপস্থিত ছিলেন, ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বি আর বিলকিস স্থানীয় সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ।

সভায় পুষ্টি সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরা হয় এবং অপুষ্টি দূরীকরণ ও সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

Islam's Group