নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সোনামিয়া বাজার এলাকায় বুধবার রাতে একটি অভিযান পরিচালনা করে আদমজী বিহারী কলোনির শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিমকে গ্রেফতার করেছে র্যাব ১১ এর একটি টিম। গ্রেফতারকৃত নাদিম (২২) বিহারী কলোনির মৃত হারুনুর রশিদের ছেলে।
বৃহস্পতিবার সকালে র্যাব ১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৮ জুন রাতে আদমজী বিহারী কলোনী এলাকায় মাদকবিরোধী অভিযানে পরিচালিত গাঁজার ৮৪টি পুরিয়া, বিপুল পরিমাণ গাঁজা, ছোট-বড় ১৭টি দেশীয় অস্ত্র, চারটি রামদা, সেনাবাহিনীর পোশাক তৈরির একটি থান কাপড়, একটি ছোট ডিজিটাল পাল্লা, ১১টি মোবাইল ফোন এবং নগদ সাত হাজার ১১৩ টাকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মো. নাদিম পালিয়ে গিয়েছিল। এই সময় আসামি নাদিম এর বসত ঘরে আলামতগুলো উদ্ধার করেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, আসামি নাদিম (২২) একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকার জনমনে ভীতি তৈরি করিয়া ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতি'সহ নানা সন্ত্রাসী কর্মকান্ড করে থাকে বলে জানা যায়। আসামি নাদিম বিশেষ অভিযানের সংবাদ পেয়ে তার ঘর তালাবদ্ধ করে কৌশলে পালিয়ে যায়। আসামি নাদিম উদ্ধারকৃত দেশীয় অস্ত্র-সন্ত্র তার শয়ন কক্ষে নিজ হেফাজতে রেখে ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(১) ধারার অপরাধ করেছে। গ্রেফতারকৃত আসামি নাদিমকে পরবর্তী আইনানুগ কার্যক্রম করার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :