News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০২:৫৪ পিএম আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে নবী হোসেন (৩৫) নামের এক ডাকাত নিহত হয়েছেন। এসময় ডাকাতদের হামলায় গৃহবধূসহ অন্তত চারজন আহত হন।


বুধবার (১ অক্টোবর) রাত আড়াইটায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী (কাঁঠালতলা) এলাকায় এ ঘটনা ঘটে। 


নিহত নবী হোসেন উপজেলার উচিতৎপুরা গ্রামের লোকমান ওরফে লইক্কা হোসেনের ছেলে। আহতরা হলেন, ওই গ্রামের কুলসুম, নাইম, আবুল, ফারুক। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ১৫-২০ জনের এক ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে দড়ি বিশনন্দী এলাকার ইলিয়াসের বাড়িতে ডাকাতি করতে প্রবেশ করে। টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার করলে ডাকাতরা হামলা চালায়। এতে গৃহবধূ কুলসুম গুরুতর আহত হন এবং নাঈম, আবুল ও ফারুক নামের আরও তিনজন আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মসজিদের মাইকে ঘোষণা দেয়। গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে এক ডাকাতকে ধরে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলেই মারা যান। এসময় বাকিরা পালিয়ে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুউদ্দিন বলেন, এ ঘটনার আগে ওই ডাকাতদল আরও দুটি বাড়িতে ডাকাতি করেছে বলে জানতে পেরেছি। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করে।ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে। আহতদের চিকিৎসা চলছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি।

Islam's Group