বন্দর থানার ২৮টি দুর্গাপূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের এমপি প্রার্থী মাকসুদ হোসেন।
জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর বিকেল থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (বন্দর থানার) আওতাধীন ১২টি দুর্গাপূজা মন্ডপ ও সোমবার ২৯ সেপ্টেম্বর বিকেল থেকে রাত পর্যন্ত বন্দর উপজেলার ১৬টি দুর্গাপূজা মন্ডপে মো. মাকসুদ হোসেন উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করে প্রতিটি পূজামন্ডপে তার ব্যক্তিগত উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করেছেন।
এসময় তার সাথে সনাতন ধর্মের বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তার কর্মী সমর্থকবৃন্দ পূজামন্ডপ পরিদর্শনে অংশ নিয়েছেন।
আপনার মতামত লিখুন :