সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত বন্দর উপজেলার ১৬টি দুর্গাপূজা মন্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করে প্রতিটি পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের এমপি প্রার্থী মো. মাকসুদ হোসেন।
দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন শেষে উপস্থিতদের উদ্দেশ্যে মাকসুদ হোসেন বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত হলো আমাদের বাংলাদেশ। এখানে আমরা মুসলিম, হিন্দু ও অন্যান্য ধর্মের লোকেরা মিলেমিশে ও কাধে কাধ মিলিয়ে বাস করি। সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হোক সকলের প্রাণে। সকলে মিলে উৎসবমুখর পরিবেশে শারদীয় উৎসব পালন করুন, আমরা সর্বাত্মকভাবে আপনাদের পাশে আছি। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আপনারা গত উপজেলা পরিষদ নির্বাচনে আমার পক্ষে কাজ করে আমাকে বিজয়ী করেছেন। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমানে আমি নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী হতে যাচ্ছি। আপনাদের সেবা ও উন্নয়ণ করার জন্যই এগিয়ে যাচ্ছি। উন্নয়নের স্বার্থে সকলে আমার পাশে থাকুন। নির্বাচিত হলে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপকভাবে কাজ করার পাশাপাশি জনকল্যাণকর ও উন্নয়নমূলক কাজ করে অত্র আসনের সকল গ্রাম, পাড়া ও মহল্লাকে ঢেলে সাজাতে চাই'।
এসময় তার সাথে সনাতন ধর্মের বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তার কর্মী সমর্থকবৃন্দ প‚জামন্ডপ পরিদর্শণে অংশ নিয়েছেন। পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (বন্দর ও সদর) থানার আওতাধীন পূজামন্ডপগুলোও পরিদর্শনে যাবেন তিনি এমনটাই জানা গেছে।
আপনার মতামত লিখুন :