News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

বন্দরে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৯


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৮:১৫ পিএম বন্দরে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৯

বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর উপজেলার বারপাড়াস্থ দশদনা এলাকার নুরুজ্জামান মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রিয়াদ (২৫), একই উপজেলার সাবদী নুরপুর এলাকার আউয়াল মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মাসুদ (৩০), বন্দর শাহীমসজিদ এলাকার মৃত মনির হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবু সুফিয়ান (২৮), মদনগঞ্জ শান্তিনগর এলাকার রুপচাঁন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আলী আকবর (২২) ও নবীগঞ্জ কদমতলী এলাকার মেরু মিয়ার ছেলে আলম হোসেন (২৯)।

গ্রেপ্তারকৃতদের বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

বন্দরে ৩ যুবক আটক : বন্দরে পৃথক অভিযান চালিয়ে ৩ যুবককে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো বন্দর থানার সোনাকান্দা বেপারীপাড়া এলাকার স্বপন মিয়ার ছেলে রিফাত (২৭) ও বন্দর থানার নবীগঞ্জ রসুলবাগ এলাকার রুবেল মিয়ার বাড়ি ভাড়াটিয়া আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে সাকিব (২১) ও একই থানার কাইতাখালি এলাকার মেহের আলী মিয়ার ছেলে রাকিব (২৭)।

আটককৃত ৩ জনের মধ্য রিফাতকে গণমাধ্যমকর্মী মোটরসাইকেল চুরি মামলায় ও অপর ২ যুবক সাকিব ও রাকিবকে পুলিশ আইনের ৩৪ ধারায় বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বন্দর আমিন আবাসিক এলাকা ও নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।

Islam's Group