ফতুল্লা পোস্ট অফিসে এলাকাতে তরল বর্জ্য উৎপন্নকারী বুনন ডাইং নামক প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ বৈদ্যুতিক মিটার, গ্যাস মিটার খুলে কারখানার কার্যক্রম বন্ধ করা হয়েছে।
বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ানের নেতৃত্বে জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টিম গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করা হয়েছিল। এছাড়া পরিবেশগত ছাড়পত্র গ্রহণ, ইটিপি নির্মাণ ও ইটিপি স্থাপন করে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার বাস্তবায়ন না করা পর্যন্ত কারখানার কার্যক্রম পরিচালনা না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।








































আপনার মতামত লিখুন :