News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

রূপগঞ্জে ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির ছাত্র নিহত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৮:২১ পিএম রূপগঞ্জে ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির ছাত্র নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্র মো. মুসা (১৪) সড়ক দুর্ঘটনায় নিহত হয়। সে রুপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকার বাসিন্দা আল আমিন মিয়ার ছেলে। এ সময় তার সহপাঠী নিলয় নামের আরেক ছাত্র গুরুতর আহত হয়। তাকে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার সকাল ১১ টায় উপজেলার ভুলতা ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মুসা ও তার বন্ধু নিলয় একই শ্রেণির ছাত্র। মুসা তার চাচার মোটরসাইকেল নিয়ে বন্ধু নিলয়কে পিছনে বসিয়ে ভুলতা ফ্লাইওভার দিয়ে কাঁচপুর যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যানের সাথে ধাক্কা লেগে হোন্ডা আরোহী দুজনেই ছিটকে পড়ে যায়। এ সময় গুরুতর আহত মুসাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্য কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত নিলয়কে পপুলার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Islam's Group