৩ ডিসেম্বর বুধবার বিকেল ৩টায় গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার দলীয় কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে লক্ষ্য করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে ও মহানগর নির্বাহী সমন্বয়কারী পপি রাণি সরকারের সঞ্চালনায় মো. বিপ্লব খানকে আহবায়ক ও আলমগীর হোসেন আলমকে সদস্য সচিব নির্বাচিত করে মোট ১০১সদস্যবিশিষ্ট গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়
আহবায়ক মো. বিপ্লব খান বলেন, একাত্তুরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের অভ্যুত্থানের আকাঙ্খাকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের দল গণসংহতি আন্দোলন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে। সাতখুনের, ত্রাসের এই নারায়ণগঞ্জকে বাসযোগ্য নারায়ণগঞ্জ হিসেবে গড়ে তুলতে আমরা নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের মাথাল মার্কায় নারায়ণগঞ্জ ৩ আসনে লড়বে শ্রমিক অধ্যুষিত এই নারায়ণগঞ্জ জেলার অন্যতম শ্রমিকনেতা গণসংহতি আন্দোলন জেলা নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস এবং নারায়ণগঞ্জ ৫ আসনে লড়বে নারায়ণগঞ্জের পরিবর্তনের লড়াইয়ের অন্যতম নেতৃত্ব গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী তরিকুল সুজন।
এই নির্বাচনে পুরানো বন্দোবস্তের অর্থের দম্ভের বিপরীতে সাহসি-লড়াকু নেতৃত্বকে নারায়ণগঞ্জবাসী বেছে নিয়ে নারায়ণগঞ্জকে নাগরিকের উপযোগী করে গড়ে তুলবে।








































আপনার মতামত লিখুন :