News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

র‌্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজা সহ একজন গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৫:৫৫ পিএম র‌্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজা সহ একজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাবের অভিযানে ৭০ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম সাজিবুর রহমান (৬১)। সে রূপগঞ্জের বড় আলু পাড়াগাঁও এলাকার মৃত রহমতউল্লাহ আড়ৎদার এর ছেলে। বুধবার ৩ ডিসেম্বর রাত পৌনে ১১টায় র‌্যাব তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১১ এর সিপিএসপি এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. নাঈম উল হক, বিসিজিএম

স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে জানায়  একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রুব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Islam's Group