ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে নগরীর জামতলা এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ৭ ডিসেম্বর দিবাগত রাত ৩টায় জামতলার জৈনক আবু তালেবের ৬ তলা বিল্ডিংয়ের ছাদের উপরে রুমে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো সিরাজুল ইসলাম সাজু(২৭) ও মো. হাবিবুর রহমান (২৫)। তারা দুজনেই আবু তালেবের ছয়তলা বিল্ডিং এর ছাদের রুমের ভাড়াটিয়া।
এ সময় তাদের কাছ থেকে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) মো. আনোয়ার হোসেন-এর নেতৃত্বে উক্ত অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য রাখায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।








































আপনার মতামত লিখুন :