জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে একজন পেশাদার চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি করা একটি স্বর্ণের আংটি ও একটি চেইন উদ্ধার করা হয়েছে। শনিবার ৬ ডিসেম্বর রাতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ খন্দকার জহির উদ্দিন এর নেতৃত্বে ফতুল্লা থানায় দায়ের হওয়ার চুরির মামলা নং- ৪৩(১১)২৫ এর ভিত্তিতে ফতুল্লা এলাকায় অভিযানটি পরিচালনা করে ওই চোরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চোরের নাম মো. শফিক ওরফে সুন্দরী শফিক ওরফে চোরা শফিক (৩৭)। সে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার চিনাপাড়া গ্রামের মো, যসুর ছেলে। বর্তমানে সে ফতুল্লার দেলপাড়া এলাকায় বসবাস করে। উক্ত চুরির ঘটনায় তার সম্পৃক্ততার কাছে পুলিশের কাছে স্বীকার করেছে ধৃত চোরা শফিক। গ্রেপ্তারকৃত রোববার উক্ত চুরির মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।








































আপনার মতামত লিখুন :